এক - অপূর্ণ ভালোবাসা
--------------------------

তুই আর আমি...
সমান্তরাল রেলের ট্র্যাক,
পাশাপাশি থাকার অঙ্গীকারে...

বিচ্ছিন্ন ভালোবাসার স্পর্শ
গা'য়ে লেপ্টে আদি অনন্তকাল..
জীর্ণ সংযুক্ত সব স্লিপারে ।।



দুই - পরিপূর্ণ ভালোবাসা
------------------------

জীবন চায় যে আরো বেশী করে
সুখ আর সারির গল্প...
অতৃপ্ততার মধুমেহতায় ভোগে
তবু, খরচ হয় না অল্প ।

দিনের শুরুতে এক সমুদ্র ভালোবাসা..
রাতের শেষেও তাই...
মাসের হিসাব শেষে নুন-মিষ্টি তবু'ও
কিছুটা বাঁচানো চাই ।



তিন - বৈবাহিক জীবন
----------------------

সারা দিন অক্লান্ত পরিশ্রম...
একতরফা খোঁজ নেওয়া...
ফাই ফরমাশের ফর্দ, লাল চা-
আর মুখ ঝামটা খাওয়া ।

বায়না, আর বায়নাক্কার ভিড়ে,
দোদুল্যমান যোগাসন...
দিন আনা দিন খাওয়ার হিসেব শেষে
ফের পাশ ফিরে শবাসন।

হঠাৎ করেই উশখুস...জ্বরে,
শরীর ও হৃদয় জ্বালিয়ে পুড়িয়ে খায়...
শীতল এক স্পর্শে সতেজ হয় মন
ফিসফিসিয়ে বলে - এভাবেই যেন
আরো একটা জীবন বেঁচে থাকা যায় ।।