চোখের জলকে যতই বোঝাই
এসো তখন, রব যখন একা,  
চাঁদের হাটেতে মিশব যখন
যেন, না পাই তোমার দেখা ।।


অশ্রু বলে, ঐ সবার মাঝেও  
যখন দেখি, একলা হয়ে থাকো,
আসি তখন তোমার সাথী হতে,
তুমি কি তাও বুঝতে পারো না’কো ?

ছোটবেলা যখন-তখন ভাই
হাসি-কান্নায় মজে থাকত মন,
আর আজ, কান্না চাই একাকীত্বে
হাসলে পরে মাছির ভন ভন !

আমিও আগে বেপরোয়া ছিলাম,
বোধহয় হাসত মন ত্বরিতে,
ফিরে পেলাম নিজেকেই আবার,
পুরনো অ্যালবাম ভরা ছবিতে।

জীবনের এই দৌড়েতে আমার
শেখাগুলো তাই কাঁচা রয়ে গেল,
প্রতারণা না শিখল এই মন,
সৎ হয়ে তবে সে আজ কি পেল ?  

আজ হাসার জন্য কারণ চাই,
এস সখা, দুজনে কারণ খুঁজি,
তুমি খোঁজ আমাকে, আমি তোমাকে,
মধ্যে দেওয়াল - ভুল বোঝাবুঝি ।।


*******

এটি একটি হিন্দীর অনুবাদ কবিতা ।