তোমরা হলে কবি মানুষ,
'হবি' হল তোমাদের লেখা,
গৃহস্থের কাজ ঘর গুছানো,
সাংসারিক বুদ্ধি শেখা ।
আমরা নাকি চোরের দল,
গন্ধ শুঁকে গলাই নাক,
একটুও ঢিল দিলে পরে,
করি সবই চিচিং ফাঁক ।
যখন তখন সিঁধটি কেটে
ভাবের ঘরে ঢুকতে পারি,
ভালো মন্দ হোক যা খুশী,
করবই চুরি কাঁড়ি কাঁড়ি ।
আমরা সাবেক কবিতা-চোর,
সব দেওয়ালে নজর রাখি,
কোন দেওয়াল বাদ নেই আর,
আমাদের যে লক্ষ আঁখি ।
চোরেদের কি হিন্দু-মুসলিম
ধর্ম বলে কিছু আছে নাকি?
চোরের ধর্ম শুধুই চুরি করা;
আর বাকি সব দিয়ে ফাঁকি ।
কবিতা যদি'বা করি চুরি,
রাগ মিছে কেন করো বাছা ?
কবিতা ঝেপে চাচী পেয়েছে,
ওই রুহুল রুবেল চাচা ।
যা কিছু লেখ প্রেমের তুমি,
সেই প্রেম তো নয় যে খাঁটি,
উলুবনেরই মুক্তো নিয়ে
তাই সমাজ সেবায় হাঁটি।
মানি, কবিতা তোমাদের
সন্তানরা, তবুতো অবৈধ ......,
দিয়েছি তাকে নিজের নাম,
ভুল কি? যদি করি তা বৈধ।
কবিতা-চোর বলে চেঁচাচ্ছ,
জানো কি খাটনি আছে কত?
দিনভর ধরে বেছে বেছে,
তবে কপি-পেষ্ট শত শত ।
শুধু এ'সব লিখছ বলে,
তোমার নামই কি থাকবে?
জানো না,গাছ পাড়া আম-ও,
এখন কার্বাইডে পাকবে ?
সবার লেখা আমাদের গো,
পরিশ্রম সমান সমান,
জেনো রেখো আমরাই বন্ধু,
বাড়াই ঐ কবিতার মান।
আমরা যদিও কবিতা-চোর,
তবু কবিতাকে করি পার,
আমরাই প্রকৃত পাঠক,
আর আসলি সমঝদার ।।