স্বপ্নেরা চোখে ভিড় করে আসে,
যেমন আসে ছুটে মেঘ;
কালবৈশাখীর পাগলা হাওয়াতে
দুরন্ত দুর্বার গতিবেগ।
কিছু পুষে রাখা মনের গহীনে,
ছাই চাপা আগুনের আঁচ;
তার কিছু যায় সীমানা ছাড়িয়ে,
আবছায়া জানলার কাঁচ।
কিছু স্বপ্নরা ওড়ে পাখনা মেলে,
কিছুতে হয় রক্ত ক্ষরণ,
কিছু স্বপ্নকে ধাওয়া করে চলা,
আমার জন্ম থেকে মরণ ।
বাকি কিছুকে লালা আর ঘামে
করে চলেছি সযত্নে লালন,
জীবনশিখা ক্ষীনতম হতে হতেও
জানেনা মন কোন কারণ ।
কিছু স্বপ্ন হয় যৌবনের তেজ,
কিছু স্বপ্ন গড়ায় প্রেম,
কিছু স্বপ্নরা মরে, মেরে যায়,
দিয়ে তরল গরল হেম ।
অল্প স্বপ্নই রাখে জীবন সচল,
বেশীরভাগই পয়সা অচল,
কিছু স্বপ্নরা ভালোবাসা শেখায়,
বাকিরা রচে আঁখি সজল।
শত দুঃখেও কিছু স্বপ্ন যারা
যায়না মনটি ছাড়িয়ে,
যদিও কখনো এই নিষ্ঠুর মন
দিয়েছে সেসব পাড়িয়ে ।
স্বপ্ন গুলো তাও দু কান কাটা,
আজও পালা করে আসে;
তাদেরও বয়স হল যে আশি,
দূর থেকেই দেখে হাসে ।
শেষের সেদিনও ছিল মিত্র তারা,
আঁধারে ডুবেছিল সিন্ধু,
শেষমুহূর্ত্তে দিলে বিদায়, বললে
আমরাও তবে আসি বন্ধু ।।