প্যারোডি ১
==========

হয়তো তোমারই জন্য,
হয়েছি আমি যে বন্য
জানি তুমিও জঘন্য ,
তবুও তোমায় যে চাই !

যদিও মনের ভুল ভ্রান্তে,
এসেছি জীবনের প্রান্তে,
কেন যে মনের অজান্তে,
বারে বারে ফিরে চাই। !

তবুও তোমারই জন্য,
করেছি আইন অমান্য,  
পকেটও হয়েছে শূন্য,
জীবন খুঁটে খুঁটে খাই !



প্যরোডি ২
===============

মন আজ খাবি খায়,
ভালোবেসে তোমাকে,
রাত জেগে জেগে ভুল করেছি,
সব করে হায় হায়,
গালি দেয় আমাকে,
তোমাকে কেন ভালোবেসেছি।

রঙ চঙে টোপরে,
পড়ে গিয়ে ফাঁপরে,
কেন যে গেলাম বিয়ে করতে;
পালালে গোপনে,
অন্য কারো সনে,
কি'ভাবে বেঁচেছি, যদি জানতে।

মনে পড়ে ছবি রায়,
ছেড়ে দিয়ে আমাকে
কতই না উপকার তুমি করেছ,
করি না তো আর হায়,
ভালো বলি তোমাকে,
এই জীবনটাকে শুধরে দিয়েছ।।

****************************

উপরোক্ত কবিতা দুটি দুটি বিখ্যাত গানের প্যারোডি, আশা করি সকলেই বুঝতে পারবেন ।  কেমন লাগল জানাতে ভুলবেন না কিন্তু।