নতুন বছর মানে আরো একবার আগামীকে আহ্বান;
নবরূপে ফিরে আসা তোর সেই বুক চাপা অভিমান।
নতুন ভোরে দেখতে চাওয়া, তোর ঐ সাতরঙা হাসি,
পুরোনো সব বিসর্জিত হলেও থাকব তুই-আমি বাসি ।
নববর্ষ মানে ফের চাওয়া-পাওয়ার নব নব পরিহাস,
আগামীর ভেলায় মন, তবু দেখা সিরিয়ার কাটা লাশ !
স্বপ্নচোখের গা ঘেঁষে পায়ে পায়ে পথ চলা শত শত,
দিনের শেষে, কিছু হত, বাকি আহত আর আশাহত !
নতুন বছর মানে আরো একবার আগামীকে আহ্বান,
আছি সপ্তসুখে, আসলে আসুক আবার গাঁ ভাসি বান।
আগামী এখন, বুকে জমে থাকা মহাপ্রলয়ের হাতছানি;
ছন্দবিহীন হৃদয়ে বইছি, তোর চোখেরই নোনতা পানি।
নতুন বিকেলে পুরনোকে আবার স্মৃতির অতলে খোঁজা,
পাশের গলিতে নিথর রাখা দেহ, নর্দমায় মুখটি গোঁজা।
চোখে চোখ রেখে, সারারাত কাটানো শীতের উষ্ণতায়;
শত লাঞ্ছনা, শত গঞ্জনা, মুছে ফেলা ভোরের পেলবতায়।
নতুন বছর মানে আজ তাই, নতুন বুঝি আর কিছুই নয়,
দিন বদলাবে, তবু’ও কাটবে না আর মনের অনন্ত ভয়।
ক্যালেন্ডারের পাতায় পাতায় দেখি যে শুধুই তোর মুখ;
সজল চোখে উলটে ফেলি, কাটে না যে আর পেটের ভুখ!
নতুন বছর মানে, বারে বারে, তাই পিছনে ফিরে চাওয়া,
“ইশ”ও “যদির" হাহাকারে ভারী ঐ দূর আকাশের হাওয়া !
নতুন করে একই ভুল করার, হয় ফের নতুন শপথ ছোঁড়া,
আগামীর আহ্বানে হত হয় শুধু শত বাপী, নির্ভয়া আর ওরা ।।