বর্ষা, তোর অঝোর ধারায়, এ মনে ঝরাস আনন্দ,
বর্ষা, তোর নামেতে কাটে এ মনের যত ভুল-মন্দ।
বল না কেন আজ তুই এত চোখের জল ফেলছিস,  
কার দুঃখে কেঁদে ভাসাচ্ছিস, ইশ !
                            যদি একবার তুই বলতিস!


কত দুঃখ জমানো ও বুকে যদি একবার তা জানতাম,
যত কষ্ট পেয়েছে এ মন, সব দাঁড়িপাল্লাতে মাপতাম।
কত কষ্ট পেয়ালায় ঘুঁটে, রোজ সব ঝড়বৃষ্টি গিলছিস,
তোর প্রিয়তম কি গেছে ছেড়ে তোকে,
                             বল না, এত কেন কাঁদছিস!


যেদিন প্রিয়তমা করে গেল খালি এই হৃদয় কুঠুরি,
দিয়েছি বিদায় দিয়ে উপহার তাকেও পান - সুপুরি।
দুঃখগুলো মুখ গুঁজে ছিলি বেশ, মনে কেন পড়ছিস,    
কত দুঃখে এত জল হয়, ইশশ !
                              যদি একবার তুই বলতিস!


দুঃখ লুকিয়ে কেন তুই হাসিমুখে থাকতে পারিস না;
কষ্টগুলো গলার কাছে দলা পাকিয়ে কেন রাখিস না?
করতে পারলে বলতো সবে, ভালোই তো রয়েছিস,
কত মূল্যে আজ ভালো থাকা যায়,
                             যদি একবার তুই জানতিস!


বর্ষা, সবার মনে অঝোর ধারায় তুই ঝরাস আনন্দ,
বুঝি আমি শুধু, আমার মতো আজ তুইও নিরানন্দ।
তাই বুঝি আজ, লজ্জা সরিয়ে, আমার হাতটা ধরছিস;
মনে মেশালি আজ রামধনু রঙ, তাই কি,
                               বৃষ্টির রঙে ছবি আঁকছিস!