কথোপকথন - ১
----------------------------------
জানিস মহুয়া, কাল উত্তমের সপ্তপদী দেখলাম আবার।
- কি দারুণ অভিনয় তাই না জয়া?
অভিনয় ? আমি তো লুক দেখেই ফিদা ....
- ও দিদি দুটো মহানায়ক দেবেন ?
কি গ্ল্যামার, কি হাসি ! মনোমুগ্ধকর ...
- হা হা হা, ঠিক বলেছিস রত্নসাগর !
- কি হল দিদি, দুটো মহানায়ক কত দেব ?
আরে মশায় ! আস্তে বলুন,
চেঁচাচ্ছেন কেন ? একটাই আর পেল না বাংলা, দুটো চাইছেন ?
- আরে না, আমি তো শুধু টিকিট চাইছি,
দুটো মহানায়ক -আপ এন্ড ডাউন !
কথোপকথন - ২
----------------------------------------
এই এই ট্যাক্সি ....রোক্ রোককে রোককে !!
- প্যাঁক প্যাঁক - ঘ্যাশশশশশশশশশশশশশস।
এই শোনো না হাওড়া যাবে....মিটারে ...?
- ম্যাডাম কুথা দিয়ে যাইবে ?
ওই তো বাইপাস দিয়ে,
সোওওজা মা এর উপর দিয়ে নিয়ে নিও ....
- হ ! কুথা দিয়ে ???
আরে বাবা, ট্যাক্সি চালাও আর এটাও জানো না..
সোজা মা উড়ালপুল ধরে হাওড়া !!
- মাপ করে দিবেন ম্যাডাম, গরীব আদমি আছি ।
অনুভবে জীবন
-----------------------------------------------
শহুরে রাস্তায়, সিগনালে দাঁড়িয়ে থাকা মার্সিডিজ,
অবজ্ঞা ভরে দেখে পাশের আম্ব্যাসাডারকে!
আর সে, পানের পিক ফেলে মুচকি হেসে চলে যায়
মার্সিডিজের আগে।
ধোঁয়াচ্ছন্ন হাতুড়ে রাস্তায় এক গভীর ক্ষত!
বেচারী, সেজে গুজে অবুঝ সেজে রোজ ধর্ষিত হয়,
শুধু রাজপথ জানে তার ব্যথা,
মনে মনে বলে - দেখ ক্যামন লাগে !!