মানুষ, মানুষ করিস তোরা,
মানুষ আবার কে ?
ডিভাইডারটাই রয়েছে শুধু,
মান ও হুঁশের ফাঁকে ।
মান মরছে মৌমাছি চাকে,
মৌ এরই দংশনে,
হুঁশ চলেছে অচলায়তন,
সামাজিক ধর্ষণে ।
ডিভাইডারটা স্পষ্ট হচ্ছে,
হই আগুয়ান যত,
ভবিষ্যতটাই শ্মশান ঘাটে,
দগদগে সব ক্ষত ।
গড় আয়ু নাকি কমছে শুনি,
জাঁতাকলে পিষে,
সাদা থানের গয়না উড়ায়,
রক্ত ধোঁয়ার বিষে ।
মানুষ, মানুষ করিস তোরা,
মানুষ আবার কি ?
জাদুঘরেও দু এক পিস আর,
দেখতে পাব কি ?
বিলুপ্ত প্রায় প্রাণীর লিস্টে
খুঁজে যদি পাস,
মিসিং লিঙ্ক তুই হতে পারিস
মানুষ হবি খাস ।
মান ও হুঁশ একত্রিত আবার,
করতে যদি পারিস,
কঙ্কাল ঢিবির থেকেও খাঁটি
মানুষ পেতে পারিস।
হুলো বেড়ালের গলায় বল,
ঘন্টা বাঁধবে কে ?
মানুষ, মানুষ করিস তোরা,
মানুষ আবার কে ?