আজও শুনি সেই একই শব্দ অজয়ের ঝরে পড়া স্রোতের,
আজও আছে একইরকম সেই পাড় ভাঙ্গা নদীর ধ্বজা,
আজও পাই গন্ধ সেই চিরাচরিত ঐ বর্ষাস্নিক্ত রোদের
শুধু আমিই একা আজ, চিরতরে বন্ধ এ মনের দরজা ।।
আজও দেখি ওই তালগাছটা আছে দাঁড়িয়ে একপায়ে,
কোনো নিষ্ঠুর অভিশাপের কি শাস্তি পেয়েছে নাকি সেও?
যেমন আমিও আছি সব মাঝে শুধু এক জড়ভরত হয়ে,
একা, আজও একা পাই নিজেকে এই অনন্ত প্রতীক্ষাতেও।
আজও শুনি পাখিরা যায় শুনিয়ে যত দিনবদলের গান,
আজও হয় প্রতিদিনই নাকি এক নতুন আশার ভোর,
তবে শুকনো কেন আজও আমার এইভেজা মন - প্রাণ,
বাষ্প অশ্রুজলে কানে বলে যায় - জীবন আঁধারে তোর।
আজও পশ্চিমে অস্ত যায় রোজ দেখি ওই সূয্যিমামাও,
আজও উত্তুরে হাওয়া দিয়ে যায় দেহমনে শীতল আবেশ,
তবুও এ পোড়া মন ঠান্ডা করে না আর কোনো গরম জামাও,
বলো, আর কতো অপেক্ষাতে পাবে এও দিনবদলের রেশ।
আর কতো অপেক্ষা, আর কতো, বলো একবার ও প্রিয়তমা,
আর কতো হিসেব করব বলো এ পাথর মনে সব দুঃখ জমার।
তুমি কি শুনতে পাও কখনো এ প্রস্তর হৃদশব্দের বাড়া-কমা ?
অহল্যা মন আমার মুক্তির অপেক্ষায়, বদলে তোমার ভালোবাসার।