এদিকে,
দেখে যা তোরা সবাই কেমন নামালাম আজ পূজোর থিম,
তখন যারা বলেছিল, প্রবাসী শিল্পী বানাবে ঘোড়ার ডিম !!
দেখবে তারা, সে জানে কি করে ভাঙ্গাতে হয় জন মৌনতা,
তাইতো এবারে একেবারে নতুন থিম, রগরগে যৌনতা ।
থাকবে কাউন্টার সব , সমকামী, উভকামী ও বিষমকামী,
পর্ণের থিমে না না করেও দেখব ঠাকুর সব তুমি ও আমি ।
ভিড়ের চাপে বিশ্বরেকর্ড হবেই হবে, করবে না তো খাঁ খাঁ,
ব্যাকএন্ডে বাজবে সবার বুলি - লে পাগলা ক্ষীর খা ।।
ওদিকে,
ডেলিগেটস, প্লীস ওয়েলকাম আওয়ার নিউ মার্কেটিং হেড,
কেমন মার্কেটিং করল দেখলে, রইবে না আর কোনো শেড।
বুঝিয়ে সুঝিয়ে, রাজী করালতো ঐ পূজোর কর্মকর্তাদের,
শিল্পীও স্পনসর করলাম দেখো, রদ্দি মাল যত বাজারের।
ভিতরে যৌনতা, বাইরে থাকবে শুধু আমাদেরই বিজ্ঞাপন,
ঠাকুর দেখেই লোকে কনডোম কিনবে এই রইল দেখ পণ।
কোম্পানীও হবে চাঙ্গা, কারণ বাজার যে হবে মাখা মাখা,
ইয়ার এন্ডে ব্যালান্স শীটও বলবে - লে পাগলা ক্ষীর খা ।।
সেদিকে,
দেখেছ, কি সাংঘাতিক কান্ড ! কি সব করছে ছোট্ট ছেলেরা,
যাও এক্ষুনি বুমটা নিয়ে, ইন্টারভিউ না পায় অন্য কেলে রা।
প্রথম এই খবর প্রচার হওয়া চাই, শুধু আমাদের এই চ্যানেলে,
সীমান্ত শহীদদের খবর টবর রাখো তোমরা আজকে প্যানেলে।
চলুক তর্ক, চলুক বিতর্ক, বসিয়ে দাও স্টেজ প্যান্ডেলের ভিতরে,
লাইভ গরম খবরে আসবে স্বস্তি, আর বিজ্ঞাপনদাতারা সমরে।
যৌনতা ও কনডোম, বেচব লীগ্যালী, অদেখাও হবে তো দেখা
মাসের শেষে টি আর পি ও বলবে - লে পাগলা ক্ষীর খা ।।
দশদিকে,
ছিঃ ছিঃ ছিঃ মাগো, দেখে যাও এরা এখন এসব কি করছে,
নোংরামো আর ভণ্ডামিতে সারা জগতটা কে কেমনে মুড়ছে।
নরগণ এখন আর মানুষ নয়, খোলা বাজারে সেও সারমেয়,
এবারে তাই কৈলাসেই থাকব, আর টলাতে পারবে না কেহ।
মহিষাসুররা তো অনেক ভালো ছিল, এরা তো ওদেরও বাপ,
কালের তরে, নিঃশেষিত শক্তি, খোলে না তরবারিরও খাপ।
তাই ঠিক করেছি, আমি যদি না যাই, তবে পূজবি কাকে সখা,
দেখব তাই কেমন করে বলিস তোরা - লে পাগলা ক্ষীর খা।