তোমার শাড়ির আঁচলে আমার
ভালোবাসার কথা লিখে রাখব।
আমার মনের খাতায়,
সাদা পাতায় পাতায়,
তোমার ঐ মিষ্টি হাসির ঝর্ণা আমি এঁকে রাখব
আর,
ও সেনোরিটা, তোমাকেই শুধু ভালোবাসব ।।

তোমার চোখের কাজলে আমার
ভালোবাসার স্পর্শ ছুঁইয়ে রাখব।
আমার চোখের জলে,
রঙহীন সেই অতলে,
তোমার ঐ রুপোলী তনুর বর্ণের জলছাপ আঁকব
আর,
সেনোরিটা, সেনোরিটা বলেই শুধু ভালোবাসব ।।

তোমার চুলের গহীনে আমার
ভালোবাসার স্বপ্ন গেঁথে রাখব।
আমার চোখের তারায়
কেন তোমাকেই হারায়
জানি না, তবুও এই মিষ্টি প্রেমের গল্প লিখে রাখব,
আর,
ভালোবাসব ....হ্যাঁ  শুধু তোমাকেই ভালোবাসব ।।

তোমার ঠোঁটের ঐ তিলে আমার
প্রেম অনল তেজ জ্বালিয়ে রাখব।
আমার বুকের রোমে
তোমারই স্পর্শ জমে
আছে দেখো ঠিক যেনো যত অপ্রকাশিত সব কবিতা,
তাই বল আজ,  
কেন দূরে গেলে, আমায় ফেলে ও প্রিয়া সেনোরিটা ।।

তোমার ঐ পায়ের নূপুর আমারই
হৃদয়ের রিনিঝিনি ঠিক বাজিয়ে যাবে।
তোমার হৃদয় ও প্রাণে
চিরপুরোনো প্রশ্ন বাণে
আজন্মকাল ধরে শুধু বলবে সোনা কবে ফিরে আসবে ?
আর,
ও সেনোরিটা, আবার কবে আগের মতো ভালোবাসবে ?
এ শূণ্য বুকে কবে আবার নিজেরই আসন পাতবে ...