যবে থেকে তুমি ছেড়ে গেলে চলে...
বন্ধ রেখেছি গহন মনের অগভীর দেওয়াল আলমারীটাও
সেনোরিটা ! যাও দেখে একবার,
থামিয়ে রেখেছি ভাঙ্গা মনে তোমার আমার অবাধ্য সময়টা !
আলমারীর ভাঙ্গা হাতলেতে দেখি আজও তুমি রয়ে গেছ।
ঝুলকালির তলায় রেখেছি ঢাকা তোমারই রুপোলী স্পর্শ।
গেলে কেন আমায় তুমি অমন নিঃস্ব করে...
মিছে আর কেন আজ তোমার কথাই আমার মনে পড়ে ।
মনে পড়ে সেই সব আদি অনন্ত রাত
আর হৃদয় উপচে পড়া সব বানভাসি প্রেম !
মনে পড়ে আজও সব একঘেয়ে আলসেমির দিন
কাকভেজা বৃষ্টিতে তোমাদের ছাদে বুলাদির সাথে ওই লুডোর গেম !
সেনোরিটা ! দেখে যাও একবার
আমার দুঃখে থেমে গেছে ভিক্টোরিয়ার পাথর ওই পরীটা।
একাকী জ্যোৎস্নায় মনে পরে তোমার ঐ সুরেলা স্বর
গুনগুনিয়ে মন গেয়ে ওঠে,
সখি, মনযমুনায় চল, ও সখি মনযমুনায় চল,
যেথায় গেলে ভাঙ্গবে তোর বাঁধনহারা প্রেমের আগল।
মাতব যেথায় দুজনেতে পাগলপারা প্রেমে,
সখি, মনযমুনায় চল ও সখি মনযমুনায় চল...
তালে তালে উদ্বেলিত হয় গো আজও আমার প্রাণ,
ও সেনোরিটা! দেখে যাও কেমন করে
আজও কাঁদে আমার সদ্যস্নাত সোনালী আলোর সকালটা।
আর কি মনে আছে সেই টিনের বাক্স তোমার...
আমাকে দেওয়া জন্মদিনের প্রথম উপহার,
আয়োজন কত স্মৃতি, কত খুনসুটির সাক্ষী হবার,
স্কুলে অথবা ব্যস্ত রাজপথে।
হৃদয়ে নিংড়ে ভালোবাসা সব রেখেছি ভরে,
ওই একরত্তি বাক্সে, মনের গহন তলে,
আছো মনের দেওয়াল আলমারীতে, আছো বাক্স ভরা
আমার আদরে, ও সেনোরিটা !
জানি আসবে ফিরে একবার,
আজও হৃদঘড়ি করে যায় টিক টক টিক টক,
ধক ধক ধ্রুবক হাসে তাই হাওড়ার ওই বড় ঘড়িটা ।।