রাত্রির নিকষ কালো অন্ধকার চিরে চলে যায়
মৃত রাজপথে বাতানুকূল বাস,
ও দাদা, বলি ইস্পেশাল মাদারির খেলা দেখেছেন?
আপনিও চান্স পাবেন, এ খেলায় দর্শকও খেলোয়াড়,
কপোত-কপোতী ধরার খেলা দাদা,
উল্কা গতিতে চলে যাচ্ছে খেলার মাঠ, আসন সংখ্যা সীমীত।
বাসের পিছনে ফ্লুরোসেন্ট হলুদ রঙে জ্বলজ্বল করে
“ বুরি নজর বালে তেরা মুহ কালা ” !!
বাতানুকূল বাস, অন্ধকারের হৃদয় ভেদ করে যায়,
নাকি রাজপথের হৃদয় ভেঙ্গে দিয়ে যায়...
রাত গভীর হলে খেলা শুরু হবে,
কানা মাছি ভোঁ ভোঁ, যাকে পাবি তাকে ছোঁ !!
বাসের তীব্র আলোর চক্ষুশূল সামাজিক জীবন এখন শান্ত।
তাড়াতাড়ি জায়গা নিন, এ খেলা কপোত- কপোতী ধরার খেলা
আসন সংখ্যা কিন্তু সীমিত দাদা,
এ খেলায় আপনার কোনও হার নেই, শুধু জিত,
কপোত তো এক ঘায়েই কাত, কপোতী কিন্তু কই মাছের জান হতে হবে,
উড়বে, ডানা ঝাপটাবে, তার ঠোক্কর খেয়েই না নেশা চাগবে,
পুরো বাসময় খাঁচা খোলা আজ, রক্ত গরম হবে,
তীব্র আলোও আর অন্ধকার ভেদ করতে পারবে না...
কপোতী উড়বে, আরও উড়বে, শেষটায় গোঁত্তা খেয়ে পড়বে,
আসন সংখ্যা কিন্তু সীমিত কাকা,
বাতানুকূল বাস চলে যায় দূর থেকে দুরান্তরে,
কপোত বেহুঁশ, কপোতী মান আর হুঁশের বিভাজনে প্রায় অচৈতন্য,
যে আগে ধরবে, প্রথমেই তার চান্স...প্রাইজ দাদা !!
ছালটা ছাড়িয়ে, নুনটা মাখিয়ে দেব না হয় কচি কচি...
এ ভারী মজার মাদারীর খেলা, খেলা শেষে ভোরের লাল আভা,
হাজার সুনামীর আছাড়ে কপোতী ঝড়ো কাক, মৃতপ্রায়,
ভোরের আভায় সজীব হয় রাজপথ, নির্মল আকাশ উঁকি মারে,
বাতানুকুল বাস চলে যায় রাজপথের যোনী ভেদ করে,
পিছনে ফ্লরোসেন্টে রক্ত দিয়ে লেখা...
“ বুরি নজর বালে তেরা মুহ কালা ” !!!