ভালোবাসি, ভালোবাসি, শুধু তোমায় ভালোবাসি,
ভুলি কি করে ওই ওষ্ঠ দ্বয়ের অম্ল-মধুর হাসি।
মনে গেঁথে আছে তোমার ওই অপরূপ মুখখানি,
ঐ কাজল কালো ডাগর চোখের মায়াবী হাতছানি ।।

মিষ্টি হাসির রিনিঝিনি আজও হৃদয়ে ঝড় তোলে,
এক পলকের একটু দেখায় কি মনপাখিটা ভোলে।
রোজ আকাশের কালোর দিকে তাকিয়ে শুধু ভাবি,
কি করে গো তোমার প্রেমেই খাচ্ছি এখনও খাবি ।।

তুমিই আমার রাজকন্যা, ওই সপ্ত সাগর পারের,
রূপকথার এক জন্ম দেব, এক নতুন স্বর্গদ্বারের।
ভালোবাসার অলীক স্বপ্নে শুধু রইলাম আমি পড়ে,     
ভালোবাসা শূন্য করে গেলে অন্য পক্ষীরাজে চড়ে ।।

ভালোবাসি, ভালোবাসি, আজও তোমায় ভালোবাসি,
আমারও প্রেমের প্রদীপ শিখা হবে না কখনো বাসি।
তবুও তোমার চোখের নিওন আলোয় কেন ভাসি?
রূপকথারই এক জন্ম দিলাম, ব্যর্থ প্রেমেও হাসি ।।

তবু স্পষ্ট আজও মনে তোমার ভালোবাসার ছলনা,  
ভালোবেসে বলেছিলে- মরতেও কি তুমি পার না ?
ভালোবাসি, ভালোবাসি, শুধু তোমায় ভালোবাসি,
মরে গিয়েও অক্ষয় রাখবো তোমার চোখের হাসি ।।
                
ভালোবাসাও হল অচেনা, সে অলীকপুরের বাসী,
হৃদয় আজ রক্ত গোলাপ, তবু তোমায় ভালোবাসি।  
সময় গলছে হাতের মুঠোয়, মোমবাতির আলোয়,
চেনা মানুষও অচেনা হল, আলোর নীচের কালোয় ।।