সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই,
মহাকবির কথাটা আজ প্রবাদ বলেই চালাই।
সারমর্ম হয় না বোঝা, জ্ঞানের বেলায় ঝাড়ি,
অল্প স্বল্প ঝগড়া হলেও, কথায় কথায় আড়ি।
মানুষ আজ মনুষ্য নয়, কম বেশী বুঝি সবাই,
মনুষ্যত্ব মনের বোঝা, বুঝে বিবেক করি জবাই।
স্ত্রী-সন্তান আর সংসার, এখন সময় ভারী কম,
এর বাইরে ভাবতে গেলে ফুরিয়ে যায় যে দম।।
সব্জী আর মাছওলাদের, ছোট মুখে বড় কথা,
নুনের ছিটে জ্বালায় দেয়, বাড়ায় মনের ব্যথা ।
বলে পেঁয়াজ আর ইলিশ শুধুই দেখে যাবেন,
ওইদুটি কিনতে হলে প্যানকার্ড নিয়ে আসেন।।
যতই ভাবি মানুষ হব, আর হয় না মানুষ হওয়া,
দিন কে দিন যাচ্ছে কেন সব নীতিমুল্য খোওয়া। ,
বাজার আগুন, মাথাও আগুন, দিচ্ছি তেড়ে গাল,
সবাইকে চাবকাতে পারলে মিটবে গায়ের ঝাল?
সমাজ সেবা, জন সেবা, ঐ নেতাদের দরবার,
কাজ কি শুধু ঘরের খেয়ে বনের মোষ তাড়াবার?
ঝগড়া-মারপিট করেই রোজ, দুঃখ কিনতে হয়,
ভালোবাসার, ভালো কথার এখনতো সময় নয়।
দেশের ভাবনা সরকারের শুধু অন্ন নিয়ে চিন্তা,
পাইনা কেন কোনোদিন ওই আলাদিনের জীনটা
পেলেই আমি দেখিয়ে দেব উন্নয়ন কাকে বলে,
কাজের মেয়ে ছাড়িয়ে দেব দুদিন কামাই হলে।।
আমি একা তুলসী পাতা, সবাই দোষের ভাগী,
নিজের বেলা অন্যায় হলে তবেই আমি রাগী।
সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই,
তখন শুধু মনে পড়ে, আর নিভৃতে কাঁদি ভাই ।।
************************************