চোখ, চুল, গলা,
সবই সুন্দর...

চোখ, চুল, গলা,
সবই সুন্দর...
তবে সব থেকে বেশি সুন্দর, ওই দেহের গঠন,
ওটাই তো করিয়েছে, প্রণয়ে পতন ।।

আসা, স্বাদ, স্বপ্ন;
সব কিছু নিয়েই তো এই জীবন...

আসা, স্বাদ, স্বপ্ন;
সব কিছু নিয়েই তো এই জীবন।
সারাক্ষন সাথে থাকব, শুধু ধোকা দিও না, কেমন??


বাদাম, কুলফি, ললিপপ;
সব কিছুই খাব এক সাথে...

বাদাম..., কুলফি, ললিপপ..
সব কিছুই খাব এক সাথে...
শেষ অবধি হাতটা যেন ধরা থাকে, ওই হাতে।।

ডাক, প্রলাপ,সুর,
কোনটায় হবে না চড়া...

ডাক, প্রলাপ,সুর..
কোনটায় হবে না চড়া...
অন্য কিছু আর আসবেই না মাথায়, ওই রূপ ছাড়া ।।


কবিতা, আলোচনা, বর্ণনা
সব কিছুতেই তোমার কথা হবে...

কবিতা, আলোচনা, বর্ণনা
সব কিছুতেই তোমার কথা হবে...
শুধু কি তাই... ভাবতে বসলে দিন কেটে যাবে।।


আচার, আচরণ, নিষ্ঠা
কোন কিছুই করতে হবে না পালন...

আচার, আচরণ, নিষ্ঠা
কোন কিছুই করতে হবে না পালন...
শুধু আমার সাথে সারা দিন কাটাবে, হয়ে আমার জীবন।।