ভিজে বর্ষা ঋতুর পরে   শরতের না ধৈর্য ধরে
         ধরায় আসিবারে চায়,
এ জগৎ দুঃখে ভরা    ডাকিছে অনল খরা
         মন না ভরে আঁখির সুধায়।

বাড়ির মালিক হরি     আপন দারিদ্রকে স্মরি
         পূজার আনন্দ যে লুকায়,
সীতা গীতা দুই বোন    হাসিমুখে বলে শোন
         মা কেন ক্ষণিকে পালায়?

দুই বোনে কহে মা'কে    আপন বেদনা ঢেকে
          কিছু তো চাহি না আর মোরা,
দুঃখে হরি কাঁদিয়া ওঠে   মুখ না স্বরে বুক ফাটে
         আমায় ক্ষমা করে দে তোরা।

মা তখন কহেন এসে     মেয়েদের ভাল বেসে
      গরীব যে তোমাদের বাপ,
শরীরটা তার ছিল খারাপ   শিরে লয়ে বিধাতার শাপ
      পেয়েছেন শুধুই দুঃখতাপ।

আছে শুধু ভালোবাসা    তাতেই হবে দুঃখনাশা
      নাই বা জুটিল জরীর টুপি,
আশীর্বাদ মাথায় লয়ে    জপ সবে দুঃখ সয়ে
      মিলে মিশে থাক সব চুপি।
          -----------