পল্টু চাষা বাজারে যাবে
সে সঙ্গে নেবে কাকে ?
বৌ যে তার বায়না ধরে
নিয়ে যেতেই হবে তাকে।

বাসে চড়ে বাজারে যায়
অবাক পানে শুধুই চায়,
জানালার ফাঁকে তাকিয়ে থাকে
গাছগুলো সব উল্টো ভাগে।

মল-এ গিয়ে কাপড় কেনে
কিছু না মেলে পয়সা বিনে,
টাকার নোট একটা দিয়ে
পল্টু ভাবে যাবে পালিয়ে।

দোকানদারটা বড়ই ভালো
শরীরটা তার বেজায় কালো,
ফেরৎ দিয়ে নোট তিনখানা
এবার যেতে নেই যে মানা।

পল্টুরা তখন অবাক হয়ে
ভাবতে থাকে বাইরে গিয়ে,
নোট তো দিলাম মোটে একটা
খান তিনেক যে পেলাম পাল্টা।

দোকানদারটা কি মস্ত বোকা
কপালে কষ্টই আছে লেখা,
সব কিছুই তার হবে নষ্ট
পল্টু চাষা তখন বলে স্পষ্ট।
       ------------