দাদুর হোল আজব রোগ
সকাল হতেই খাবেন ভোগ,
পান্তাভাতেই ঘি তার চাই
খাবারে নেই বিচারের বালাই।
ঘড়িতে আট-টা যবে উঠল বেজে
সাদাজামাই কুর্তির বেশে সেজে,
বুক ফুলিয়ে যায় যে সে মাঠে
কাজকর্ম সব তখন ওঠে লাটে।
দাদুর আবার অদ্ভুত যত শখ
করতে তার গা-গতরের পরখ,
ছুটতে তাকে হবে দু-চার মাইল
তাতে শরীরটা হয় হোক কাহিল।
সূয্যিমামা যখন মাথার 'পর
সয়না তার আর কোন তর,
এবার শখ তার সাঁতারের পালা
পুকুর কিংবা হোক সে বা নালা।
সবার শেষে যখন ঘরে ফেরে
অবাক হয়ে সবাই দেখে তারে,
হেসে খেলে কাটালে পরে জীবন
সিদ্ব হবে যে তার মায়ার স্বপন।
----------