ফুরায় বেলা কল্পনাজালে আসা-যাওয়ার পথের ধুলায়
দিনের শেষে আকাশপারে চন্দনরেখা মনকে ভুলায়।
গোধূলীবেলার ঝরে পড়া ফুল বারে বারে কাছে ডাকে
অজানা ভাষায় কথা বলে যায় গোপন স্বাক্ষর রেখে।।

প্রাণের মাঝে সেতার বাজে বিদায়বেলার করুণ সুরে
মাটির বুকে আপনমনে বেড়ায় সুখে ঘুরে ঘুরে।
অবুঝ তারারা খুঁজে ফেরে আকাশপারে কোন সে বাণী
অকালবনে বসন্ত ভাসে টানি শীতের ঘোমটাখানি।।

শ্রাবনের ঐ সন্ধ্যারাতে জোনাকিদলের আলোকধারা
ঘরছাড়ারা ঘরের খোঁজে আনমনা যে পাগলপারা।
অরুপরতন খুঁজতে গিয়ে সুরের টানে হারিয়ে যাওয়া
পুলক জাগে চোখের তারায় আপনারে ফিরে পাওয়া।।

গহন শুণ্য ঘরে যখন নিভতে থাকে সকল বাতি
আনন্দলোকের দুয়ার খুলে সরিয়ে দিয়ে আঁধাররাতি।
অন্ধঘরে বিজলী-পাখায় স্বপ্ন সকল ছুটে বেড়ায়
স্বপ্নাকালের অমৃতছবি বারে বারে সে এঁকে যায়।।

গানের 'পরে ধেয়ে আসে ঐ কোন স্বপনের পারা
ঘুমঘোরে ডাক দিয়ে যায় কালের যাত্রা হোল সারা।
রাত্রিশেষে সুপ্তি হতে জেগে সন্ধান হোল শুরু
দিশাহারা দখিন্ হাওয়াই বুক করে দুরু দুরু॥
      -------------