এক ছিল রাজা - আর তার এক রাণী
কিপটে রাজা ম'লেও যাবে না স্বভাবখানি,
যখনই যা পায় তা তুলে রাখে সিন্দুকে
যা কিছু বলে বলুক যত সব মন্দ লোকে।
নিতে চাও নাও সব যার যত ইচ্ছে
দেখেও দেখে না কেহ কে কত নিচ্ছে,
বিলায়ে যা কিছু ভাঁড়ার করে দিয়ে শুণ্য
রাণীমা'র শুধুই চাওয়া এই এতটুকু পুণ্য।
সে মহারাজা হাতে নিয়ে খাজা রাগে অগ্নিশর্মা
রাণীর মেজাজ ভাল নেই আজ যেন বজ্রসমা।
সোনার বাটাটা কোথায়? এই ছিল যে হেথায়
ভীত দাসী ত্বরা মাথা নীচু করে আনে সেথায়।
দূঃখের কথা শোনায় রাণীমা ঠাসা দাসী ঘরে
ধনসুখ যা ভান্ডারে দানসুখে তা আরো বাড়ে,
শোন শোন কথা, বলি দু-দশটা পেরেছ যা সরাতে
যদি দাও মোরে রবে যতনে হবে না কিছু হারাতে।
-----------