ফালতু মামার নিজের বাড়ী পানাগড়ে
পেল্লায় যত ঘর সব দামোদরের পাড়ে,
ঘড়া ঘড়া টাকা যায় তার ঘরে গড়াগড়ি
ঘরের লক্ষ্মী বড়ই দুঃখী হাতে নেই চুড়ি।
খাবারের থালায় কারো কভু ভরে না পেট
বারে বারে যায় সেথা শুধুই মাথা হয় হেঁট,
কখনো যদি কেউ ভোগে কোন জটিল অসুখে
উপোষ কেবলই বরাদ্দ কোন কিছু না দেখে।
ফাঁকি দিয়ে যবে তারা ঘোচায় তাদের অভাব
সকলেই জানে তাদের ফালতু মামার স্বভাব,
গাঁটের কড়ি রেখে যাবে সে কিনা এমনিভাবে
আট-দশ ভূতে তাকে শুধু ঠকিয়েই যে খাবে।
এমন জনের দেখা আর ভূ-ভারতে না মেলে
আড়ালে করে নিন্দা যত সকালে ও বিকেলে।
অপরের হিতে নাম তুলে নিতে পরম সুখে
তুলে হাত সকলের সাথ হাসি ফুটায়ে মুখে।
------------