মা ডাক -টা যে ভারী মিষ্টি
আজব কথা আজব সৃষ্টি,
মায়ের আদর, মায়ের স্নেহ
কোথায় খুঁজে পাবে কেহ?
জীবনটা ভালো কি-বা মন্দ
যা হয় হোক না একটা কিছু,
মনের কোণে পড়ে থাকা দ্বন্দ্ব
কখনই ছাড়ে না তো পিছু ।
মায়ের মনে শুধুই চিন্তা
কেমন করে কাটাবে দিনটা,
বাঁধ মানে না চোখের জল
খোকাই যে তার ভরসাস্থল।
মা ডেকে কয় 'বাছা ওরে'
খেয়েছিস্ কিনা শুধায় তোরে,
কাতর করুণ চোখে খোকা বলে
দুঃখদহন বহন করে এলাম চলে।
মায়ের চিন্তা শুধু খোকায় ঘিরে
খোকার বাবা কি আর আসবে ফিরে,
মা বলে খোকা ওরে আছেন ভগবান
অপরাধ করলে হয় 'তাঁরই' অপমান ।
-----------