মনে আমার নেই তো কিছু
ডাক দিয়ে যায় সকল পিছু,
মাগো! তোমার মনে কি পড়ে
সেই ছোট্ট মেয়ে উড়ত ঝড়ে।
ছায়ার পরে ছায়ার মত
ভিড় করে পাখি শত শত,
ফিরে যেত গান শুনিয়ে
মনের বাঞ্ছা পুরিয়ে দিয়ে ।
সময় হলে বেঁধে দিতে চুল
খাবার বেলা না হোত ভুল,
পরিয়ে লালরাঙা জামাখানি
বলতে স্কুলে যাবে তোমার রাণী।
দিনের শেষে সন্ধ্যা হলে
সূর্য কিরণ পড়ত ঢলে,
চাষীরা সব লাঙ্গল কাঁখে
ফিরত কুলায় ক্লান্তি মেখে।
রাত্রি হলে তোমার বুকে
আঁখির পাতা পড়ত ঝুঁকে,
লক্ষ্মী আমার বল্ দেখি মা
হাসি মুখে কি করতিস্ ক্ষমা?
--------