যেদিন সরালে আঁচল মায়ের আদলে
শুণ্য এ ঘর যেন খুশীতে ভরালে।
এ কোল সে কোল বেয়ে পার হয় সোপান
চুপচাপ সারাটা দিন বড়ই বেমানান।

পার হওয়া দিক্ যেন পার হওয়া গাড়ি
নিমেষে থামে যেথায় কান্না দেয় জুড়ি।
আধো আধো স্বরে মিঠেবুলি সে জোগায়
হাত ছোড়ে পা দোলে সকলকে নাচায়।

সেদিনের সেই খুকুমনি পা বাড়ায় দুয়ারে
মায়ের অষ্ফুটস্বর আহা মরি! আহারে !
ধরতে গেলে তারে সে ধরা নাহি দেয়
অকাল দুষ্টুমিতে যত পাড়া যে মাতায়।

নয়নের মণি সবার দুষ্টুমিতে ভরা
পড়াশোনায় তুখোড় নেই কোন জ্বরা।
আর তো কেউ নয় শুধু ' 'মাম্মা'কেই চায়
আদর আর ভালোবাসায় মনকে ভরায়।

জ্ঞানের পরিধিকে যে লাগে বড় ভয়
বিদেশ বিভুঁই যেন কাছে ডেকে লয়।
পড়াশোনায় ডুবে থাকে দিয়ে মনপ্রাণ
বড় যে হতেই হবে এই তার ধ্যান।
       ---------