নাম শুনেছ রবি ঠাকুরের?
মেজাজটা তার ছিল কেমন?
বাঁধ ছিল না তার কলমে
রাগ ছিল না মনে তেমন।

কাউকে পেলে নিজের কাছে
নিত টেনে - পালায় পাছে!
বলতো- ওরে। যাস্ টা কোথা?
দাঁড়িয়ে যা না একটু হেথা ।

শোন্ তবে একটা গল্প বলি
না হয় একটু শুনেই গেলি,
তাতে তোর হবে কি মন্দ?
রাখিস্ কেন যে মনে দ্বন্দ্ব!

যখন যেমন মনে করিস্
নিজের ইচ্ছে মেলে ধরিস্,
থাকে না কাজ কোন কিছু
আলসেমিটা ছাড়ে না পিছু।

যদি কখনও শুধাস্ মোরে
সত্যি কথাটাই বলি তোরে,
প্রাণের সাড়া আমার কাছে
আমার ভিতর লুকিয়ে আছে।

ভাসিয়ে ধরা সুধারস ঢালি
চিরকালই যে রইব খালি,
সত্যের মাঝে থাকলে পরে
অশ্রুজল আর পড়বে না ঝরে।
             --------