গুরুমশায়ের পাঠশালা তো নয়
আস্ত সে একটা ভূতের বাড়ী,
পড়াশোনা সব লাটে উঠিয়ে
সেথা চড়ত শুধু ভাতের হাঁড়ি।

অংকের ক্লাসে যখন তিনি
শুধায় সকলকে - বল দিকিনি,
পাঁচের পরে পাঁচ বসালে
ধারাপাতে তারে কত বলে?

অবাক সব ছেলে মেয়েরা
ভাবতে থাকে সকলে তারা,
গুরুমশায়ের হোল টা কি!
আমরা কি কভু দিয়েছি ফাঁকি?

খাবার সময় শুধুই খাওয়া
চাই না মোরা উপরি পাওয়া,
পড়াশোনাটা তো হবে পরে
তারা এখন যে ক্ষিদেয় মরে।

গুরুমশায় হেসে বলেন তখন
তোরা থাকিস্  নিজের মতন,
খাবার খেলে শুধু পেটটা ভরে
বিদ্যেছাড়া হলে যে বুঝবি পরে।
       ---------