আমি আকাশ ভীষণ ভালোবাসি ;
আকাশের নীল রঙ ভালোবাসি।
নীল রঙের ভিতরের মুগ্ধতাকে
আমার ভালোবাসার তালিকায় রাখি।
আমি ফুল খুব ভালোবাসি ;
ফুলের কাঁটাটিকেও ভালোবাসি।
ফুলের ভিতরের কীটটিকেও
আমার ভালোবাসার তালিকায় রাখি।
আমি অরণ্য ভীষণ ভালোবাসি ;
আমি অরণ্যের গাছ ভালোবাসি ।
গাছের ডালের উপর বসে থাকা
পাখিটিকে আমি খুব ভালোবাসি।
পাখির চোখের ভেতর আসা আলোটিকে
আমার ভালোবাসার তালিকায় রাখি।
আমি হলুদ রোদ্দুর খুব ভালোবাসি;
রোদ্দুরের ভেতরএকটি সুন্দর সকাল
আমার ভালোবাসার তালিকায় রাখি।
--০--