আমরা যেদিন দুজন মিলে,ভালবাসার খেলা ঘরে
ভালবেসে ঘর বেঁধেছি, সে দিন নিলে আপন করে।
হৃদয় দিয়ে তোমার হৃদয়, যখন আমি ছুঁতে গেলাম
তোমার হৃদয়ে ভালবাসা  ঠিক তখনই খুঁজে পেলাম খুঁজে পেয়েই যেই  রেখেছি হাত ওই  হাতের উপর ,এইপৃথিবী তখন হয়ে গেছে, এক ভালবাসার ঘর।
বিশ্বাসী হৃদয়  হাত ধরে থাকে, যখন  মধুর ক্ষণে:
ভালবাসার রাজপ্রাসাদ তখন গড়ে ওঠে এই মনে।    ভালবাসাই চাঁদের আলো, ভালবাসাইমেঘের রাশি!
এই ভালবাসা-ই মনের আবেগ,ভালবাসা-ই কান্না-হাসি।
ভালবাসাই  সেতু গড়ে তোলে,  দুটি হৃদয়ের মাঝে;
ভালবাসাতেই  সুরে-তানে, এই হৃদয়ে বাঁশি বাজে।
ভালবাসার এই নদীটি রোজ  এই মনে যায়  বয়ে,
তার কুলু স্বর শুনি প্রাণে, শুনি আমার এই হৃদয়ে।

                      --০--