ভালবাসা কতটা গভীর হলে পর  
এই মনে ভাললাগা বোধ ফিরেআসে;
ভালবাসা কতটা গভীর হলে পর
থাকা যায় দ্বিধাহীন মনের বিশ্বাসে।
ভালবাসা কতটা কাছের হলে পর
মনে ওঠে চেতনার সমুজ্জ্বল ঢেউ;
ভালবাসা কতটা কাছের হলে পর
মনের কথা বুঝে নিতে পারে যে কেউ।
ভালবাসা কতটা বিশ্বাসী হলে পর
কাছাকাছিই আসে দু'টি প্রত্যয়ী মন;
ভালবাসা কতাটা বিশ্বাসী হলে পর
শক্ত হয় প্রেমের সুনিবিড় বন্ধন ।
ভালবাসা কতটাই দৃঢ় হলে পর,
ভালবাসা সুরে-সুরেবাঁধা যায় তারে;
ভালবাসা কতটাই দৃঢ় হলে পর,
কাছাকাছি দু'টি মন এসে যেতে পারে;
ভালবাসা কতটা প্রত্যয়ী হলে পর
মন এসে পড়ে এক মধুর পর্যায়;
ভালবাসা কতটা প্রত্যয়ী হলে পর,
বিশ্বাসের এক সৌধ গড়ে তোলা যায়।
          --০--