নবমীর নিশি  অবশেষে হল  অবসান;
বেজে ওঠে বাতাসে করুণ বিদায়ের সুর !
মা মেনকার অন্তর খানি বিদায়ের ক্ষ্ণে,
বেদনায়, বিষাদেতে হল আজ ভরপুর।

অশ্রু জমেছে তাই সেই বিদায়ের ক্ষণে,
মাতা মেনকার  দুটি বেদনার্ত চোখে!
ছলোছলো চোখে  মা কেঁদে কেঁদে বলে,-
"যেতে তো দেবো না উমা, আমি তোকে!"

তবু, যেতে দিতে হয়, সংসারের নিয়মে;
তাই,  কষ্ট-বেদনায় ছেড়ে  প্রিয় পিত্রালয় -
দশমীতেই মা মেনকাকে অশ্রুতে ভাসিয়ে,
উমা মাকে কৈলাশের পথে পাড়ি দিতে হয়।  
         --০--
কবিতার আসরের সমস্ত কবি বন্ধু ও মাননীয় এডমিনকে
শুভ বিজয়া দশমীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই ও
ঈদ উপলক্ষে মঙ্গলকামনা।

"