তিন এক্কে তিন;
তেরঙা পতাকা ওড়ে স্বাধীনতার দিন।
তিন দুগুনে ছয়
সাবধানে পথ চলতে হয়,নইলে বিপদ-ভয়।
তিন তিরিক্কে নয়
সৎপথে দিন যাপন করো,লোভ-হিংসা করো জয়।
তিন চারে বারো
সময়ের কাজ সময়ে করো,যতটুকু-ই পারো।
তিন পাঁচে পনেরো
কাজ করলেই সুস্থতা ,শরীর এবং মনের ও।
তিন ছয়ে আঠারো
সকলের চাইবে ভালো,চেয়ো না মন্দ কাহারো।
তিন সাতে একুশ
খাঁটি মানুষ হতে হবে, থাকতে হবে মান আর হুঁস।
তিন আটে চব্বিশ
সঠিক মাত্রায় অমৃত সব, বেঠিক মাত্রায় সব বিষ।
তিন নয়ে সাতাশ
জানলা খোলা রাখতে হবে,যেন ঢোকে আলো-বাতাস।
তিন  দশে তিরিশ
কুসংস্কারের জালে কেন মনটাকে তোর ঘিরিস?
            --০--
                                                           ।।