প্রতিদিন আমি স্বপ্নে দেখি, ধানসিঁড়ি নদী;
ভাবি, একবার সেই নদী কাছে আসে যদি!
রোজ সন্ধ্যাকালে  বসিতাম নদীটির  পাশে;
ধানসিঁড়ি ঝিরিঝিরি এসে স্বপ্নে রোজ ভাসে।
ধানসিঁড়ি ঝিরিঝিরি স্বপ্নে   বৃষ্টি হয়ে ঝরে!
ধানসিঁড়ি আসে  কবিতায়, স্বপ্নের অক্ষরে।
স্বপ্নে আসে ধানসিঁড়ি,স্বপ্নে মগ্ন থাকেকবি!
বনলতা সেন আসে,স্বপ্ন আঁকে জলছবি।
ধানসিঁড়িকে ভালবেসে, জীবনানন্দ দাশ  ;  
করেছেন অপরূপ   ভালবাসার প্রকাশ।
                  --০--