এই বৃষ্টি বাদলে, মেঘের মাদলে,
আকাশে উঠেছে বোল!
বাদল ঝরঝর,  হৃদয় জরজর,
এই মনেতে  হিন্দোল।
বৃষ্টি-ধ্বনি  কানে, স্মৃতি বয়ে আনে,
এই মনেতে আজ!
গুরুগুরু গুরু,  মেঘ ডাকা হল শুরু,
ঘন-ঘন পড়ে বাজ।
কত কী মনে পড়ে,এই বৃষ্টি জলে ঝড়ে,
এসে গেল শ্রাবন-দিন;
বৃষ্টিতে  চারধার ভাসে, কে আর বাইরে আসে?
তাই  ঘরে তে অন্তরীণ।
বিদ্যুৎ  চমকায়,আলো রেখা টেনে যায়
মেঘেদের গায়।
নদীরা হল  উত্তাল, ঢেউগুলি বেসামাল,
এই বাদল-বায়!
এই শ্রাবণ- ধারাতে, মন চায় হারাতে,
হতে চায় স্বাধীন ;
সারাদিন রিমঝিম সুরে, মন যেতে চায় উড়ে,
ডাকে শ্রাবণ -দিন!
          --০--