দু:খিনী মেয়েটি বাড়ি ছেড়ে ,এই প্রথম বার!
ছেড়ে এলো চেনাঘর,তিলেতিলে গড়া সংসার।
শেষ বারের মতো,সব কিছুই ছেড়ে চলে আসা!
কী সুখ সংসারে পেল? নিজেকেকরেছে জিজ্ঞাসা।
রাস্তায় দাঁড়িয়ে ভাবে,এইবার যাবে কোনদিকে?
পথ অথবা এ'সংসার,বেছে নিতে হবে একটিকে।
এক আমি বলে ওঠে,সংসারে আর ফেরা নয়!
অন্য আমি টি বলে,সংসারকে এতো তোর ভয়?
আবারও  সংসার, চেনা ঘর,  গেরস্থালি বাড়ি;
ফেলেআসা সংসারকেই বেছে, ফিরেএলো নারী।
                 --০--