সমুদ্রে স্নানের ইচ্ছে টুকু সাথে নিয়ে
নেমেছো সমুদ্র জলে অবশেষে তুমি।
বিক্ষুব্ধ তরঙ্গ মালা, সমুদ্র উত্তাল!
ভালবেসে ছুঁয়ে যায় তার বেলা ভূমি।
তোমার শরীর মন সমুদ্র ছুঁয়েছে।
উত্তাল ঢেউ তোমার ভিজিয়েছেশাড়ি;
তোমায় জড়িয়েছে সুনিবিড় বন্ধনে।
সেই দৃশ্য দেখে মুগ্ধ হয় বালিয়াড়ি।
--০--