প্রাচীর আঁকড়ে জড়িয়ে রয়েছে,
একটি আগাছা বুনো লতা;
সারাদিন এই প্রাচীরের সাথে,
হয় যত তার গল্প-কথা।
ইট-পাথরের, এই শহরের,
এক দারুণ কাঠিন্যতায়,
সবুজের সাজে,নিজেকে সাজিয়ে,
লতা জীবন কে খুঁজে পায়।
ইট-পাথরের শহরের মাঝে,
সবুজ-শোভা তবু তো দেখি!
বড়ো পরিপাটি, এ'সবুজ খাঁটি,
এই সবুজ নয়তো মেকি।
প্রকৃতির মাঝে, সবুজের সাজে ,
ভরে মুগ্ধতায় দুই চোখ ;
প্রাচীর জড়িয়ে,বেঁচে থাকে লতা,
যত আগাছাই বলা হোক!
--০--