এই মন চায়,পুরানো সব সুখের
দিনেই আবার ফিরে যেতে!
সে' সব স্মৃতি -মধুর দিনগুলো,
মন আরো কাছে চায় পেতে!
অতীত দিনের স্মৃতি আঁকড়ে নিয়ে,
আজ সকলের বেঁচে থাকা!
এই বাঁচাতে এখন আনন্দের খোঁজ,
আনন্দে মনকে খুশি রাখা।
মনে ভাবি,সেই পুরানো দিনেই
যদি একবার হতো ফেরা;
পুরাতন সেইসব দিনগুলো আজ,
কত সুখ-স্মৃতি দিয়ে ঘেরা!
কোথায় হারালো শৈশবের দিন,
কোথা কৈশোর আর যৌবন?
স্মৃতি নিয়ে যত নাড়াচাড়া করি
তত বেদনায় ভরে মন!
পুরানো সে সব দিনের কথা,
একলা বসে যখন ভাবি,-
মনকে বোঝাই, নেই যে উপায়
কেমনে অতীতে ফিরে যাবি?