নারকেল পাতায় হলুদ রোদে শেষ বিকেলের ছায়া ;
সেই বিকেলে তুমি কে এলে,  ছড়িয়ে দিলে  মায়া!
চরণ ফেলে নয়ন মেলে, কী দেখছো বসে  একা?
যে হৃদয় জাগে অনুরাগে, সেই হৃদয় কী যায় দেখা

হলুদ রোদে, জীবন বোধে,এখন এই মনের ভিতর,
আঁধার ঘরে এক নিমেষে,এনে দিলে আলোর খবর!
আলোর খবর, বুকের ভিতর,এই প্রাণের খবর প্রাণে
শেষ বিকেলের ছায়া এসে  ভরলো  আকাশ  গানে

প্রাণের মাঝে গানের বাণী, জাগায় নতুন  করে সুর!
সেই সুরে,হৃদয় জুড়ে, ঢেউ তুললো মনের সমুদ্দুর।
শেষ বিকেলে নামলো ছায়া, গানের পারের কথায়;
সেই গানের বাণী, ঘুমিয়ে  পড়ে  প্রাণের নীরবতায়।

শেষ বিকেলে ছায়া ঘনায়, নারকেল গাছের পাতায়;
মহাকাল তা রাখছে লিখে, শেষ বিকেলের  খাতায়!
                   ---০---