সাঁকো ধরে ছুঁয়ে থাকে মেঘ-রঙা শান্ত দিন;
সাঁকো ধরে ছুঁয়ে থাকে জল- রঙা নগ-নদী।
তোমার ডাকে এবার আমি দেব ঠিক সাড়া,
সাঁকো ছুঁয়ে ভালোবেসে কাছে ডেকে নাও যদি।



সাঁকো ছুঁয়ে থাকে নক্ষত্ররা  দীর্ঘ  ঘুম-রাত ;
জল রঙা নদী জলে  নক্ষত্রেরা  কেউ-কেঊ,
হঠাৎ নাড়িয়ে দেয় নড়-বড়ে  জীর্ণ সাঁকো।  
সাঁকোটিকে দোলা দেয়,সুবিশাল যতো ঢেউ।



সাঁকো ধরে ছুঁয়ে থাকে,  নীল নক্ষত্রের আলো,-
নক্ষত্র- আলোয়  ভেসে যায়,  মাঠ-বন-নদী ;
সে'আলোতে একাকার যত, সাদাআর  কালো।
আলোময় হয়ে ওঠে  দূর দিগন্ত অবধি!
                 --০--