সময়ের অবক্ষয়ে
একটু একটু করে রোজ
এই ভাবে সময়ের অবক্ষয়ে
ক্ষয়ে যাওয়া।
ক্ষয়ে যাওয়া মূল্যবোধের এই
নিদারুণ অবক্ষয়ে শঙ্কিত মানুষ!
মানুষের পতনের হয়েছে সময়
আকাশে বাতাসে তার অশুভ সংকেত।
এই অশুভ সংকেত মানুষের অনিবার্য পরাজয়।
তবু এই পরাজয়ে দেয়ালে পিঠ
ঠেকার আগেই
যন্ত্রণা-দগ্ধ মনে জাগাতে হবে
অবক্ষয়
ঠেকান নতুন উদ্যম
খাদের কিনারে পড়ার আগেই
এসো আবার আমরা ঘুরে দাঁড়াই।
এসো, হাত ধরি,
প্রতিজ্ঞাবদ্ধ হই,
এই পৃথিবীতে আর অবক্ষয় নয়
বেঁচে থাকার স্বপ্ন দেখি রোজ
বাঁচার স্বপ্নে পার হই অবক্ষয় মুক্ত
এক সময়ের নদী।
-০-