রথযাত্রা মহাধুমধাম, জগন্নাথ ধামে;
প্রভু দরশনে ভক্তদের ঢল সেথা নামে।
পুরীধামে জগন্নাথ অধিষ্ঠিত শ্রীমন্দিরে ;
পূন্যক্ষেত্র শ্রী ক্ষেত্র পূর্ণ, ভক্তদের ভিড়ে।
রথে সমাসীন জগন্নাথ প্রভু, দেন দরশন।
ভক্তিতে লুটায় পথে তাঁর যত ভক্তগন!
গুণ্ডিচা ভবনে জগন্নাথ যান মাসীর বাড়ি,
নন্দীঘোষ রথে চড়ে প্রভু পথ দেন পাড়ি।
ভক্তিভরে ভক্তগন রথের রশিতে মারে টান!
ভক্তদের আশীর্বাদ করেন, জগন্নাথ ভগবান।
প্রভুর এই রথযাত্রা ঘিরে মহোৎসব চলে;
সমর্পিত এই দেহ-রথ,প্রভুর শ্রীচরণকমলে!
--০--