পুষ্করিণীটির চারটি পাড়েই চেয়ে দেখি,
দাঁড়িয়ে আছে খেজুর গাছের শোভন সারি।
প্রতি গাছের গলদেশে এক অপূর্ব ছবি!
শীতের সকালে ঝুলে পড়েছে রসের হাঁড়ি।
এই হাঁড়িতে-ই ফোঁটায় -ফোঁটায় জমে রস;
সেই রস ফুটিয়েই তো তৈরি নলেন গুড়।
মন মাতাবে নলেন গুড়ের মধুর স্বাদ!
এই গুড়ের সুগন্ধে মন হয় ভরপুর।
শীতে- ভোরে কেউ যদি পান করে এই রস,
সব জড়তা কেটে গিয়ে, আমেজ আনে প্রাণে!
এই খেজুর -রসে আছে অনেক গুণাগুণ ;
এই রসের কথা রসিক জনে শুধু জানে!