যা কিছু আমরা প্রত্যহ ভাবি
ভেবেই কাটে দিবস রাত
আমাদের সেই সকল ভাবনা
আগেই ভেবেছেন রবীন্দ্রনাথ।

সৃষ্টি সুলভ তাঁর দু'খানি চোখ  
ঋষি সুলভ আনন শুভ্র দাড়ি
সেই মানুষটিই জন্মেছিলেন
জোড়া সাঁকোর ঠাকুরবাড়ি।

কবিতা লিখেই তিনি বিশ্বকবি
গল্প-উপন্যাসেও সিদ্ধহাত;
ছবি আঁকায় নামী চিত্রশিল্পী
তিনি আমাদের রবীন্দ্রনাথ

নাটকে নতুন-নতুন ভাবনা
নিত্য নতুন আলোকপাত;
সেই আলোকেই উদ্ভাষিত
কাছের মানুষ রবীন্দ্রনাথ।

রবির মতোই ছড়িয়ে কিরণ
রবির মতোই থাকেন সাথ।
তিনি আমাদের বিশ্বকবি
নোবেল জয়ী রবীন্দ্রনাথ।

বুকের মাঝে দুঃখের ঢেউ
হঠাৎ ওঠে ছলাৎ-ছলাৎ  
তখন দেখি ঢেউয়ের মাঝে
অভয় হাতে রবীন্দ্রনাথ।

গানে-গানে ভরিয়ে আকাশ
বিশ্বভুবন করেন মাত;
তিনি  সকল গানের রাজা
রাজাধিরাজ রবীন্দ্রনাথ।
        --০--