প্রথম বৃষ্টির  ভিতরে এক দ্যুতিময়
প্রথম আলোটি বিদ্যমান  থাকে।
প্রথম দেখা মোহময়ী সেই আলোটি,
প্রথম বৃষ্টিতে নানা ছবি আঁকে।
প্রাণে নিয়ে নিয়ে আসে নব আনন্দ,
দিনের প্রথম মধুর বৃষ্টি!
সেই বৃষ্টিতে, নব  সৃষ্টি-নেশাতে,
খুলে গেল অন্তর দৃষ্টি।
প্রথম সকালে, প্রথম বৃষ্টিতে দেখি,
প্রথম ছুঁয়ে  গেল তটরেখা ;
নদীর জলতরঙ্গে বেজে ওঠে সুর,
সেই সুরে ডুবে থাকি একা।
            --০--