পথ চলতে চলতে পৌঁছে গেলাম,
এক অজানা অচেনা স্থানে।
যেখানে মুখর, বায়ু-অম্বর, নাম-না-জানা,
নানা পাখিদের  কলতানে।

ঊর্মি-চঞ্চল, কালো দীঘি জল,  দ্যায়
হাতছানিএই স্থানে খুশি মনে।
কত না গোপন, চলে আলাপন,
এই শাল মহুয়া, পলাশ বনে।

আকাশ-আঙিয়ায়, ভেসে ভেসে যায়,
মেঘ বালিকাদের নানা সারি;
জানি না কোথায়, কোন অজানায়,
কোন দূরদেশে দ্যায় পাড়ি।

আকাশের পটে, রোজ কত কিছু ঘটে,
তার ছবি এই মন এঁকে যায়!
এই ছবি প্রকৃতির, মনে শব্দের ভীড়,
গেঁথে রাখি নানা কথা -কবিতায়।

এই মন কী যে খোঁজে,প্রাণকীযেবোঝে,
এই নির্জনে একা একা বসে রই।
হেথায় বনানী শান্ত গভীর, নেই কোন ভীড়,
একাকী মনে মনে কথা কই!

এই অরণ্যে এসে, খুঁজে  পাই অবশেষে,
এই জীবনের  কী যে মানে?
তাই ঘর-বাড়ি ছাড়ি এই অরণ্যে পাড়ি,
দিতে আসি প্রকৃতির টানে।
             ---০---