একটি  প্রস্তর- খণ্ড  পথটির পাশে,
পড়েছিল দীর্ঘকাল তীব্র অনাদরে!
সুন্দরের উপাসক এক  পথচারী,
মমতায় বক্ষে চেপে নিয়ে আসে ঘরে।

সুন্দরের  হাতে পড়ে, পথের পাথর,
শিল্পীর শিল্পালয়ে সে করে নিল ঠাঁই।
সুন্দরের উপাসক,  কত খানি হলে,-
পাথর মর্যাদা পায়,  শিল্প-গুণ গাই!

সুন্দরের ছোঁয়া লেগে, শিল্প কথা বলে;
সুন্দরের  সান্নিধ্যেই, ঘোচে মলিনতা,
পাথর  কোমল  হয়,  পাথরও  গলে!
পাথরে হৃদয় জাগে,  বলে ওঠে কথা।

পাথর কবিতা হয়,  মাত্রা-ছন্দ-মিলে,
পাথর সঙ্গীত হয়,  সুর-তান-মীড়ে;
পাথরও পথ হাঁটে, আনন্দ-মিছিলে!
পাথরের জাগে প্রাণ,  হৃদয় গভীরে।

পাথরও হেসে ওঠে,  কাঠিন্য  সরিয়ে,
পাথরও নিজে কাঁদে,  কাঁদিয়ে অপরে;
পাথরও  ভালবাসে,  অন্তর  ভরিয়ে,
এতো মায়া,এতো প্রেম,পথের পাথরে!
            ৷ --০--