প্রিয় নদীটিকে ভালবেসে নদী প্রেমিক কেউ কেউ,
সমস্ত দিন কাটিয়ে দিতে চায় প্রিয় নদীটির সাথে।
নদীটির স্রোত-জলে খেলা করে ছোট -ছোট ঢেউ;
প্রথম সূর্যালোকে উদ্ভাষিত ঢেউ প্রতিটি প্রভাতে।
দিনমণি ওঠে আলোয় রাঙিয়ে দিয়ে পূর্ব গগন:
জলে দিনান্তের রক্তরাগ, সূর্য অস্তাচলে গেলে।
তীরভূমি ছুঁয়ে থাকা শরতের সাদা-সাদা কাশবন,
শান্তিপ্রিয় নদীটির জলে রোজ প্রতিচ্ছায়া ফেলে।
কেউ কেউ নদীর তীরে হৃদয়-মন ফেলে আসে,
হৃদয়কে নিংড়ে নিয়ে হৃদয়ের সমস্তটুকু নির্যাস,
নদীকে বিলিয়ে দিয়ে নি:স্ব হওয়ার আনন্দেই ভাসে
সেই আনন্দে নেচে ওঠে কাশবনে থাকা সাদা কাশ।
--০--