রূপ-রস-গন্ধ বিদ্যমান, পৃথিবীর যাবতীয় ঘাসে;
এই ঘাসবনে প্রতিদিন গন্ধ-মাখা সন্ধ্যা নেমে আসে
গন্ধ- মাখা মুথোঘাস, গন্ধ-মাখা স্নিগ্ধ দূর্বাঘাস...
মধুকুপি ঘাস হাসে,পৃথিবীর ঘাস বনে বারোমাস।
এই ঘাসবনে জ্যোৎস্না মেখে চাঁদ নেমে পড়ে যদি!
সেই চাঁদ ঘাসবনে থাকে, রাত থেকে সকাল অবধি।
সব আলো ঝরে পড়ে,পৃথিবীর এই স্নিগ্ধ ঘাস বনে!
যত ভালবাসা ঝরে পড়ে,ঘাসেদের নিষ্পাপ জীবনে।
পৃথিবীর ঘাসবনে জ্যোৎস্না ওড়ে, চাঁদ জাগে একা!
সারা রাত ঘাসবনে চলে জীবনের পান্ডুলিপি লেখা।